ওয়েব ডেস্কঃ মোবাইলে ভাইরাস ভর্তি করে কয়েক কোটি টাকা আয়ের অভিযোগ উঠেছে মোবাইল ফোন নির্মাতা জিওনির সহযোগী সংস্থা শেঞ্জেন জিপু টেকনোলজি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তি অনুসারে এই মামলার ক্ষেত্রে বড়োসড়ো এক সিদ্ধান্তে পৌঁছাল চিনা আদালত।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত প্রায় আড়াই কোটি মোবাইলে একটি স্টোরি লক স্ক্রিন অ্যাপের মাধ্যমে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যার নাম ট্রোজান হর্স ভাইরাস। ব্যবহারকারীর অজান্তেই অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখানো সহ অনেকগুলি অযৌক্তিক ক্রিয়াকলাপ করাই এই ভাইরাসের কাজ। আর এইভাবেই কোটি কোটি টাকা উপার্জন করেছিল এই সংস্থা। ভারতীয় টাকায় প্রায় ৩১ কোটি টাকা।
আদালতের পক্ষ থেকে ওই সংস্থার চারজন আধিকারিককে অবৈধভাবে মোবাইলের ডিভাইস নিয়ন্ত্রণের জেরে দোষী সাব্যস্ত করা হয় ও এর পাশাপাশি সাড়ে তিন বছরের কারাদণ্ডের সাথে জরিমানা হিসাবে প্রায় ২২ লক্ষ টাকার নির্দেশ দেন।
শুধু এই প্রথম জিওনি নয় এর আগে চিনা সংস্থা টেকনো এবং ইনফিনিক্সের মতো মোবাইল নির্মাতা সংস্থা একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। এইভাবে ইচ্ছাকৃত পন্থায় ফোনে ভাইরাস ঢুকিয়ে বহু অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে গেছে এই সংস্থাগুলি।