ব্যুরো নিউজঃ লন্ডনঃ এবার ফেসবুক তালিবানকে নিষিদ্ধ করলো। শুধু তাই নয়, তালিবান সমর্থিত সবধরনের কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিবান বা তাদের কাজকে সমর্থন জানিয়ে কোনো কনটেন্ট ফেসবুকে শেয়ার করা হলে তা মুছে ফেলা হবে।
ফেসবুকের মুখপাত্র এও বলেছেন, ”মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী তালিবান জঙ্গি সংগঠন। তাই আমরা তালিবানকে জঙ্গি সংগঠন হিসেবেই দেখছি। মার্কিন বিপজ্জনক সংগঠন নীতির আওতায় আমরা তাদের সংক্রান্ত বিভিন্ন খবরে নিষেধাজ্ঞা জারি করেছি। তালিবানের হয়ে যেসব অ্যাকাউন্ট আছে তাও সরিয়ে দেওয়া হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
‘সংস্থা কোনো দেশের জাতীয় সরকারের স্বীকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নেয় না বরং আন্তর্জাতিক কর্তৃত্বকে অনুসরণ করে”।
Sponsored Ads
Display Your Ads Here
তালিবানরা নিজেদের বার্তা তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে। তাই ফেসবুক তালিবান সম্পর্কিত কনটেন্টর উপর নজরদারির জন্য বিশেষ দল তৈরী করেছে। এই বিশেষ দলে স্থানীয় ভাষা জানেন পাখতুন ও দারি জাতির লোক রয়েছেন। তাই তালিবানদের সমর্থনে পোস্ট করলে তা জানাও যাবে। আর সাথে সাথে তা বাতিলও করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে যে, এই একই নীতি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রেই প্রযোজ্য।