ওয়েব ডেস্কঃ চলতি মাসের শুরু থেকেই দেশজুড়ে ক্রমশ শীতের দাপট বেড়েই চলেছে। শীতের প্রকোপ থেকে বাদ পড়েনি কোনো রাজ্য। এবার সিকিম-সহ হিমালয়ের পাদদশের রাজ্যগুলিতেও অবিরাম চলছে তুষারপাত। আর তারই মধ্যেই ঘটে গেল ভূমিকম্প।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, আজ সকালে ৮ টা ২২ মিনিট নাগাদ রিখটার স্কেলে ৪.৯ মাত্রার কম্পনে সিকিমের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল। কম্পনের আঁচ হিমালয়ের অপর প্রান্ত তাজিকিস্তানেও পড়েছে। এই ভূমিকম্পের ফলেই সিকিম অঞ্চলে ধস নেমেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন না হলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বেশ কয়েকটি এলাকা জুড়ে।
পরিবেশবিজ্ঞানীদের মত অনুযায়ী, “টানা তুষারপাতের জেরে ভূগর্ভ আর ভূপৃ্ষ্ঠের তাপমাত্রার অনেকটা পরিবর্তন হচ্ছে। আর তাতেই চ্যুতি ও কম্পনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে পরিস্থিতি বিপজ্জনক অবস্থানে রয়েছে তাই আগামীতে এখানে আফটারশকের আশঙ্কাও প্রবল”।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই মুহূর্তে ওই এলাকার মাটি স্থিতিশীল নয়। মাটির অভ্যন্তরে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে। আর তার প্রভাবেই এই ভূমিকম্প হয়েছে।
কম্পনের উপকেন্দ্র পশ্চিম সিকিম থেকে ১৭০ কিলোমিটার দূরে ইউকসুম এলাকার উত্তর-পশ্চিম অংশে ছিল।