অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বাড়ানোর দাবীতে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ করেন। এদিকে উপাচার্যের গাড়ি আটকেও বিক্ষোভও দেখানো হয়।
দীর্ঘদিন থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধির দাবী চলছে। এর আগেও পড়ুয়ারা এই দাবী তুলে উপাচার্য সোনালী চক্রবর্তীর সাথে দেখা করেছিলেন। সেই সময় সোনালী চক্রবর্তী আসন সংখ্যা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্নাতকে ভালো ফল হওয়ার পরও আসন না থাকায় ভর্তি না হতে পেরে এই বিক্ষোভ চালানো হয়।
এদিন সকালবেলা উপাচার্য গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার সময় পড়ুয়ারা সামনে জড়ো হয়ে গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। অন্যদিকে বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ গেট টপকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে গাড়ির সামনে বসে পড়ে।
জোড়াসাঁকো থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে পড়ুয়াদের টেনে সরিয়ে দেয়। এরপর সোনালী চক্রবর্তী পড়ুয়াদের সাথে কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে যান। কিন্তু পড়ুয়ারা আসন সংখ্যা বৃদ্ধি না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারিও দেয়।