মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ দেশে জ্বালানির দাম ক্রমাগত বেড়েই চলেছে। আজ আবারো পেট্রোল-ডিজেলের দাম বাড়লো। তাই এবার জ্বালানীর দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুটি নিয়ে প্রতিবাদের পর এক অভিনব প্রতিবাদে নামলেন মদন মিত্র।
প্রাক্তন পরিবহণ মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র রিক্সাওয়ালা হয়ে ভিড় রাস্তার মধ্যে রিক্সাওয়ালাকে সিটে বসিয়ে রিক্সা টেনে প্রতিবাদ জানালেন। প্রথমেই মদন মিত্র রিক্সাওয়ালাকে নতুন পোশাক উপহার দেন। এরপরই তাকে রিক্সায় বসিয়ে নিজেই হাত রিক্সাটি টানতে শুরু করেন।
এর পাশাপাশি মদন মিত্রকে বলেছেন, “গাড়িতে পেট্রোল-ডিজেল ভর্তি করতে গেলেই হাতে ছেঁকা লাগার জোগাড়। যেভাবে জ্বালানীর দাম বাড়ছে তাতে আমজনতার কাছে এই রিক্সাই একমাত্র ভরসা। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে”।
প্রসঙ্গত আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯৭.৯৭ টাকা। আর প্রতি লিটার ডিজেলের দাম ৯১.৫০ টাকা। একদিকে যেমন করোনা পরিস্থিতিতে রাজ্যবাসী বিপর্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া কর্মহীন হয়ে পড়েছেন। এমত পরিস্থিতিতে জ্বালানীর মূল্য বিপুল মাত্রায় বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত সাধারণ মানুষের।