ক্রমাগত ভেঙেই চলেছে গ্রামের সীমান্তবর্তী নদীর পাড়
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ মালদার ভূতনির হীরানন্দপুর অঞ্চলের সীমান্তবর্তী এলাকা কোষীঘাট এলাকায় জোরদার ভাঙ্গন চলছে। প্রতিদিন ২৫ মিটার থেকে ৩০ মিটার করে নদীর পাড় ভাঙছে। এই ঘটনার জেরে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন আগে ভারী বর্ষার কারণে গঙ্গার জল বেড়েছিল। বিগত দুই দিন ধরে গঙ্গা নদীর জল কমতে ভাঙ্গন শুরু হয়েছে।

- Sponsored -
গ্রামবাসীদের দাবী, “বাঁধ থেকে নদীর দূরত্ব ১০০ মিটার হলেও যেভাবে নদীর পাড় ভাঙছে তাতে আগামী কয়েক দিনের মধ্যেই বাঁধ সংকটের মুখে দাঁড়িয়ে পরবে। তাই প্রশাসনের কাছে অতি শীঘ্রই নদীর পাড় মেরামতের দাবী জানানো হয়েছে”।
ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে হিরানন্দপুর অঞ্চলের বাগেদান টোলায় ভাঙ্গন রোধের কাজ চলছে। কিন্তু খুব দ্রুতই এই কোষীঘাট এলাকায় ভাঙন রোধের কাজের দাবী জানিয়েছেন এলাকাবাসীরা।