নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আবহাওয়া দপ্তরের মতানুসারে আজ সকালে রাজ্য তথা বিভিন্ন জেলায় বাজ পড়েছে। আর আজ বাঁকুড়ার রাজগ্রামের শিমুল ডাঙ্গার মল্লপাড়ায় বাজ পড়ে মৃত্যু হলো ভোলানাথ মল্ল নামে এক ব্যক্তির। বয়স ৩৫ বছর।
প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতার বার্তা দেওয়া হলেও সাধারণ মানুষ রুজি-রুটির টানে অর্থ উপার্জনে বেরিয়ে পড়েন। তাই সাতসকালেই ভোলানাথবাবু বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই মাছের আড়ত থেকে মাছ আনতে বেরিয়েছিলেন। এরপরই তার বাজ পড়ে মৃত্যু ঘটলো।

- Sponsored -
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বাড়ির একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অসহায় বৃদ্ধা মা সহ স্ত্রী। সদ্য ২ বছরের শিশুকে নিয়ে সংসার কিভাবে চলবে তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না পরিবার। পরিবারে শোকের কালো ছায়া নেমে এসেছে।
এই ঘটনার খবর পেয়ে বাঁকুড়ারর বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত এসে উপস্থিত হন। মৃতের ভোলানাথবাবুর পরিবারের সাথে কথা বলে সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন।