কাতারে কাতারে ভিড় জমেছে মদের দোকানে
অভিজিৎ গুহঃ নয়া দিল্লিঃ করোনা সংক্রমণে রাশ টানতে আজ রাত থেকে টানা ছ’দিন সম্পূর্ণ লকডাউন জারি করেছে দিল্লি সরকার।
কিন্তু তার আগেই অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে মদের দোকানে। তবে এর ফলে জি এস টির ঘাটতি পূরণ হবে। সকাল থেকেই এই দোকান গুলিতে লম্বা লম্বা লাইন দেখা গেছে।
শেষমেশ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।