অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী ২৭ শে জুন আবারও ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে নিজেদের দপ্তরে তলব করেছে। এছাড়া ২৮ শে জুন কয়লা দুর্নীতি কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজিকেও দিল্লিতে তলব করা হয়েছে।
এর আগেও একাধিকবার ইডি মলয় ঘটককে এই মামলায় দিল্লিতে তলব করেছে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার হাজিরা এড়িয়ে যান। আর বারবার দিল্লিতে তলব করার প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হন। এরপর ইডির তরফ থেকে হাইকোর্টে পাল্টা সওয়াল করে বলা হয় যে, তাঁকে নয়বার নোটিশ পাঠানো সত্ত্বেও হাজিরা দেননি।
Sponsored Ads
Display Your Ads Here
যা আসলে অপরাধের সামিল। দু’পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ‘‘ইডি মলয় ঘটককে তদন্তের প্রয়োজনে দিল্লিতে ডাকতে পারবে তবে এর জন্য পনেরো দিন সময় দিতে হবে।’’ আর মলয় ঘটক দিল্লি হাইকোর্ট থেকে ২৬ শে এপ্রিল অবধি মৌখিক আশ্বাসে সুরক্ষা কবচে ছিলেন। কিন্তু এখন তাঁর কাছে আদালতের কোনো সুরক্ষাকবচও নেই।
Sponsored Ads
Display Your Ads Here
গত সোমবার ইডি মলয় ঘটককে কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করেছিল। ইডির দাবী, ‘‘মলয় ঘটক আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলায় প্রচার কাজে ব্যস্ত থাকায় তদন্তকারীদের মুখোমুখি হতে পারছেন না বলে আইনজীবী মারফত চিঠি দিয়ে জানিয়েছেন।’’ কিন্তু গতকাল তিনি জানান, ‘‘ইডি ডেকেছে, এমন কোনো সমন নেই।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, বাঁকুড়ার কালিকাপুরের বাসিন্দারা অবৈধ ভাবে কয়লা তোলায় ঘর-বাড়ি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন। ওই কাজে মূল অভিযুক্ত অনুপ মাজির কলকাতা ও পুরুলিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেন।
পাশাপাশি একটি সূত্রের দাবী, অনুপ মাজির বাড়িতে পাওয়া কিছু নথি-পত্র থেকেই তার মলয় ঘটকের সাথে যোগাযোগের সূত্র পাওয়া গিয়েছে। আর এই ঘটনার পরেই মলয় ঘটকের নাম কয়লা পাচারকাণ্ডে জড়ায়।