অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দক্ষিণ কলকাতার এলগিন রোডের একটি বিখ্যাত ইংরাজী মাধ্যম বিদ্যালয়ে আচমকা মৃত্যু হলো ১৪ বছর বয়সী ১ জন ছাত্রীর। এই ঘটনায় বিদ্যালয় চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরী হয়।
জানা গেছে, অন্যান্য দিনের মতো ওই ছাত্রী নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে গিয়েছিল। এরপর সকালবেলা ৯টা নাগাদ বিদ্যালয়ে প্রার্থনা চলাকালীন হঠাৎ সে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দ্রুত ওই ছাত্রীকে বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তারপর বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশকেও গোটা বিষয়টি জানান। পুলিশ এসে মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই ছাত্রী হৃদ্রোগে আক্রান্ত হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে।