“ছবি দিয়ে ভোট পাওয়া যায় না” কটাক্ষ দিলীপের
চয়ন রায়ঃ কলকাতাঃ “পায়ে ব্যান্ডেজ বেঁধে ছবি তোলার জন্য নাটক করছেন মুখ্যমন্ত্রী”। বৃহস্পতিবার ইকোপার্কে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অতীতে বহুবার এমন নাটক মুখ্যমন্ত্রী করেছেন বলে জানালেন তিনি।
প্রসঙ্গত বলা যায়, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী আহত হয়েছেন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে ভিড়ের মধ্যে কয়েকজন দুষ্কৃতী ধাক্কা মেরেছে। আর তিনি তাতেই পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল সুপ্রিমো।
সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “আমাদেরও বহুবার চোট লেগেছে। রাজনীতি করতে গিয়ে অনেকবার আক্রান্ত হয়েছি। চোখের চিকিৎসা করিয়েছি। চোট নিয়ে নাটক করিনি। চোট সাড়িয়ে আমরা যোগ্য জবাব দিয়েছি”। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “হাসপাতালে শুয়ে থেকে আর ভোট পাওয়া যাবে না। মানুষ সবটাই বুঝে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি”।