ওয়েব ডেস্কঃ প্রথম শ্রেণীতে থাকা স্বাস্থ্যকর্মীদের করোনা ভ্যাক্সিন দেওয়ার পরই দ্বিতীয় শ্রেণীতে নাম উঠে এসেছে শিক্ষকদের। এমনটাই পরামর্শ দিল UNISEF (United Nations Children’s Fund).
এই প্রসঙ্গে UNISEF এর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আতঙ্কে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ আছে। আর দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে স্কুল ছুটের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়বে কিন্তু শিক্ষকদের ভ্যাক্সিন দেওয়া হলে তাদের আর করোনা সংক্রমণের আশঙ্কা থাকবে না ও তারা নির্ভয়ে ক্লাস করাতে পারবে যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে খুব একটা সমস্যা হবে না।
আর করোনা পরিস্থিতির জেরে শিক্ষাজগতে এক বিশাল বড়ো প্রভাব পড়েছে। সেই পরিস্থিতিকে ধীরে ধীরে স্বাভাবিক না করলে শিক্ষাক্ষেত্র আরো বড়ো ক্ষতির সম্মুখীন হবে।
এই সংস্থার কার্যনির্বাহী এক আধিকারিক জানিয়েছেন, “এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হলেও নির্দিষ্ট কোনো উপায় বের করতেই হবে। যাতে পরবর্তী প্রজন্ম এক সুন্দর দিন দেখতে পায়। তবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদরই। তাই খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত”।