মিঠু রায়ঃ কলকাতাঃ দেশ জুড়ে চলেছে ভ্যাক্সিনের হাহাকার। আর এরই মধ্যে রাজ্য সরকার বেসরকারী হাসপাতালগুলিকে পুরোপুরি ভ্যাক্সিন দেওয়া বন্ধ করল। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে বেসরকারী হাসপাতালগুলিকে আর ভ্যাক্সিন সরবরাহ করতে পারবে না রাজ্য সরকার। তাদের সরাসরি উত্পাদক সংস্থার থেকে টীকা কিনে নিতে হবে।
সম্প্রতি রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাক্সিনের বরাত দিয়েছিল। এর মধ্যে ১ কোটি ডোজ বেসরকারী হাসপাতালগুলিকে দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার বেসরকারী হাসপাতালকে ভ্যাক্সিন দেওয়া না দিলে ওই টীকা কার জন্য চেয়েছিল তা নিয়ে নানা হল থেকে জল্পনা শুরু করেছে।
সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ৩০ শে এপ্রিলের পর বেসরকারী হাসপাতালগুলিকে ভ্যাক্সিনের পুরোনো স্টক ফেরত দিতে হবে। ১ লা মে থেকে করোনার ভ্যাক্সিনেশন চালাতে হলে বেসরকারী হাসপাতালগুলিকে উত্পাদনকারী সংস্থার কাছ থেকে ভ্যাক্সিন কিনে নিতে হবে। তবে পরে রাজ্য সরকার বেসরকারী হাসপাতালগুলিকেও ভ্যাক্সিন দেবে জানায়। তাই সেইমতো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে বরাত দিয়েছিল।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ভ্যাক্সিনের ৯৪ লক্ষ ৪৭ হাজার ডোজ মজুত রয়েছে। এছাড়া এই পর্যন্ত ১৭ কোটিরও বেশী ভ্যাক্সিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে করোনা ভ্যাক্সিনের আরো ৩৬ লক্ষ ৩৭ হাজার ৩০ টি ডোজ তাদের দেওয়া হবে।
এদিকে কয়েকটি বেসরকারী হাসপাতালের পক্ষ থেকে ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা হলে দুই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ৫ থেকে ৬ মাসের আগে বেসরকারী হাসপাতালে ভ্যাক্সিন সরবরাহ করা সম্ভব নয়।