৮০০ বছর পর এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী

Share

ব্যুরো নিউজঃ আগামী ২৫ শে ডিসেম্বর বড়োদিনের আগেই বিশ্ববাসী এক বড়ো উপহার পেতে চলেছে। প্রায় ৮০০ বছর পর শনি ও বৃহস্পতি গ্রহ দুটি পরস্পরের খুব নিকটে আসতে চলেছে। এই বিরল দৃশ্যটি খালি চোখেই দেখা যাবে পৃথিবীর সব প্রান্ত থেকে।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ১৬ ই ডিসেম্বর থেকে ২৫ শে ডিসেম্বরের মধ্যে শনি ও বৃহস্পতি গ্রহ দুটি পরস্পরের কাছাকাছি থাকবে তবে ২১ শে ডিসেম্বর উভয় গ্রহই একে অন্যের এতো কাছাকাছি থাকবে যে রাতের পরিষ্কার আকাশে খালি চোখেই এই বিরল দৃশ্য উপভোগ করা যাবে। বিজ্ঞানের ভাষায় এই দৃশ্যকে খ্রিসমাস মিরাকল বলা হয়ে থাকে।


সায়েন্স অ্যালার্ট নামের একটি পত্রিকা থেকে জানা যায়, এই ধরণের ঘটনাকে কনজানকশন বলা হয়। ১২২৬ খ্রীস্টাব্দের ৪ ঠা মার্চের পর এই প্রথম শনি ও বৃহস্পতি খুব কাছে আসবে। বিজ্ঞানীদের মতে, এই বিরল ঘটনা পুনরায় প্রায় ৬০ বছর পর অর্থাৎ ২০৮০ সালের ১৫ ই মার্চ দেখা যাবে। এছাড়া এর আগে এমন অভিভূত দৃশ্য আর কেউই উপভোগ করতে পারবে না।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031