মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বনগাঁর প্রতাপনগর এলাকায় মদ দোকান উদ্বোধনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরী হয়। মহিলারা দোকানে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখান।বনগাঁ থানার পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী ও আবগারি আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে গেলে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকায় সরকারী মদের দোকান হবে শুনে প্রথম থেকেই গ্রামবাসীরা এলাকায় বিরোধীতা করছিলেন। তাদের দাবী, “এলাকায় মদের দোকান হলে গ্রামের পরিবেশ খারাপ হবে। মহিলাদের নিরাপত্তা থাকবে না। এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়বে। প্রশাসনকে সেই মর্মে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।” এদিকে গ্রামবাসীদের বিরুদ্ধে এক জন স্থানীয় বিজেপি নেতাকে মারধর করারও অভিযোগ ওঠে।
গ্রামবাসীরা এই প্রসঙ্গে জানান, “ওই বিজেপি নেতা এলাকায় মদের দোকান খোলায় মদত দিচ্ছেন। যদিও ওই বিজেপি নেতার বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনও চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায়। আবগারি দপ্তরের বনগাঁর ওসি সৌমেন শৌর্য বলেন, “এটা লাইসেন্সপ্রাপ্তই দোকান। কিন্তু যেহেতু একটা মানুষের ক্ষোভ তৈরি হয়েছে, তাই আপাতত তা উদ্বোধন করা হল না। পরে দফতরের তরফ থেকে তদন্ত করা হবে।”