নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ আজ ফের উত্তর-পূর্বের রাজ্য এই মণিপুরে অশান্তি শুরু হয়েছে। মহিলারা রাস্তা আটকে বিক্ষোভে শামিল হয়েছেন। ফলে ফের রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, একদল মহিলার নেতৃত্বে রাজধানী ইম্ফলের ঘড়ি এলাকায় যান চলাচলের রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়। হাতে আরএসএস বিরোধী প্ল্যাকার্ড নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েন। এমনকি বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। সশস্ত্র পুলিশবাহিনীর পাশাপাশি পরিস্থিতি আয়ত্তে আনতে সেনা জওয়ানদেরও সেখানে পাঠানো হলে তারা গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর বিক্ষোভকারীদের আটকাতে ইম্ফলের জায়গায় জায়গায় প্রচারমূলক মিছিলও করা হয়। উল্লেখ্য যে, সম্প্রতি মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে। যা নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। এমনকি সুপ্রিমকোর্টও এই পরিস্থিতির কড়া সমালোচনা করেছে। এর সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের দাবীও তোলা হয়। আর তেমনই এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে এদিন গোটা রাজ্য আবারো উত্তপ্ত হয়ে ওঠে।