ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন থেকে ভোরের ঘন কুয়াশার দাপটে ঠান্ডা যেন অনেকটাই হারিয়ে গেছে। তবে এবছর ঠান্ডা পড়বে না এমনটা ভাবার কোনো কারণ নেই। তাপমাত্রার পারদ নামলেও দিনেরবেলা উষ্ণতার পরিমাণ যথেষ্ট আর রাতের বেলা ঠান্ডা থাকলেও হাড়কাপানো শীতের ছোঁয়া এখনো পায়নি আম বাঙালী।
তবে গত কয়েকদিন থেকে কুয়াশার ঘনঘটা দেখা যাচ্ছে না। দিনের আকাশে আবছা রোদ আর রাতের আকাশও অনেকটা একইরকমই থাকবে। আবহাওয়া দফতরের অফিস সূত্রে জানা যায়, গত বছর ১২ ই ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত কনকনে শীত পড়েছিল।
দিল্লি আবহাওয়া অধিদফতরের বিজ্ঞানী কুলদীপ শ্রীবাস্তব বলেছেন যে এইবছর তুষারপাত অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিকের থেকে একটু বেশি হয়েছে। গত বছরের তুলনায় এই বছর শীতল আবহাওয়ার সম্ভবনা অনেক বেশি। আর তাপমাত্রাও অন্যান্য বছরের তুলনায় এক থেকে দুই ডিগ্রী কম থাকবে যার প্রভাবে শৈত্যের প্রবাহ অনেকটাই বৃদ্ধি পাবে জানুয়ারী পর্যন্ত।