মিনাক্ষী দাসঃ গ্রীষ্ম ঋতুর তীব্র দাবদাহের পর অনেকটা শান্তি আনতে আসে বর্ষা। বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়াতে পোকামাকড়ের প্রজনন ঘটে। ব্যাকটেরিয়া ভাইরাস জেগে ওঠে। আর চারিদিক স্যাঁতস্যাতে হয়ে থাকে।
বর্ষা আসার সাথে সাথে ফাঙ্গাস ও বিভিন্ন ধরনের সংক্রমণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের ঘর-বাড়িও সংক্রমণ মুক্ত রাখা একান্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন জেনে নিই বর্ষাকালে বাড়িকে স্যাঁতসেঁতে এবং ছত্রাক বা ফাঙ্গাস থেকে দূরে রাখার উপায়।
১) ঘরে সূর্যের আলো প্রবেশ অতি প্রয়োজনীয়। বাড়ির জানালা-দরজা খোলা রাখতে হবে।
২) প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন রান্নাঘর ভালো কীটনাশক দিয়ে পরিষ্কার করা উচিত।
৩) আর্দ্রতা দূরে রাখতে আলমারিতে ন্যাপথলিন রেখে দেওয়া উচিত। তাতে জামা-কাপড়ও ঠিকঠাক থাকে।
৪) প্রায় ৩০ মিনিট জলে লবঙ্গ ও দারুচিনি ভিজিয়ে রেখে জলে ফুটিয়ে এটি রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করলে দারুণ কার্যকর।
৫) স্যাঁতসেঁতে হয়ে খারাপ হয়ে যাওয়া দেওয়ালগুলি ঠিক করে ফাটলগুলিতে ওয়াটারপ্রুফ চুন ভরে দেওয়া উচিত। এর ফলে আর সেই জায়গা স্যাঁতসেঁতে হবে না।
৬) সূর্যের আলো সঠিকভাবে পৌঁছতে পারে না এমন জায়গাগুলো শুকনো রাখার চেষ্টা করা উচিত। বাথরুমের টাইলসের ফাঁকে ফাঁকে ময়লা লেগে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করা অবশ্যই প্রয়োজনীয়।