বেঙ্গালুরুঃ এবার প্রয়োজনের তাগিদ থেকে তৈরি হলো এক অবিশ্বাস্যকর যন্ত্র। কর্নাটকের প্রত্যন্ত এলাকার বাসিন্দা সিদ্দাপ্পা নামের এক চাষীর পরিবার বহুদিন থেকে হুবলি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের বিদ্যুত্ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। প্রশাসনে অভিযোগ করেও লাভ হয়নি। আর এই না পাওয়ার জেদ ও ক্ষোভ থেকে তিনি একটি নতুন যন্ত্র আবিষ্কার করলেন। যা এখন গোটা গ্রামকে আলো দিচ্ছে।
সিদ্দাপ্পা বাড়ির পাশের খালের জল থেকে বিদ্যুত্ তৈরি করে গড়ে তুলেছেন এক অভিনব ওয়াটার মিল। তার নিকটবর্তী নারাগান্ডের উইন্ডমিল থেকে প্রথমবার ওয়াটার মিল তৈরি করার ধারণা পান। তারপর প্লাস্টিকের নানা টিউব জুড়ে একটি ওয়াটার মিল তৈরি করলেন।
সিদ্দাপ্পার বলেছেন, “জলের মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন করার এই যন্ত্রটি যথেষ্ট কর্মক্ষম। এই ওয়াটার মিল থেকে উত্পন্ন বিদ্যুতের সাহায্যে একসঙ্গে ৬০ ওয়াটের দশটি বাল্ব জ্বালানোর পাশাপাশি দু’টি টিভিও চালানো যায়। তবে ১২ মাস খালে পর্যাপ্ত পরিমাণ জল থাকলে পুরো গ্রামকেই বিদ্যুত্ পরিষেবা দেওয়া যাবে। কিন্তু সারা বছর খালে জল না থাকায় একটা বড়ো সমস্যা তৈরি হবে”।
সম্প্রতি সিদ্দাপ্পাকে নিয়ে ট্যুইট করেন প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ। তিনি তার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানান। এমনকি তিনি নিজের ট্যুইটারে সিদ্দাপ্পা এবং তার বিদ্যুত্ উত্পাদনের যন্ত্রটির ছবি শেয়ার করেছেন। এছাড়াও লক্ষ্মণ জানিয়েছেন, মাত্র ৫০০০ টাকায় এই ওয়াটার মিল তৈরি করেছেন সিদাপ্পা। এই যন্ত্রটির মাধ্যমে প্রায় ১৫০ ওয়াট পর্যন্ত বিদ্যুত্ উত্পন্ন করা যায়।