ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ প্রায় দু’মাস থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। আর এবার ইউক্রেনীয় সেনা রাশিয়ার প্রধান অস্ত্র ভান্ডার লুহানস্কে হামলা চালায়। কিন্তু রাশিয়া অস্ত্র ভান্ডারে হামলার বিষয়টি অস্বীকার করেছে।
লুহানস্কের রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সেরি হাইদাই জানান, “রুশ সেনারা সামরিক অভিযানের জন্য লুহানস্কে যে অস্থায়ী সামরিক অস্ত্র ভান্ডার তৈরী করেছিলেন সেখানে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলপিআর)এর শীর্ষ নেতা রোমান ইভানভ আবার দাবী করেছেন, “ইউক্রেনীয় সেনারা বেছে বেছে শহরবাসীদের উপর হামলা চালাচ্ছে। প্রায় ২০ টি ঘর ধ্বংস হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সূত্রপাত লুহানস্ক ও ডোনেৎস্ক অঞ্চলকে কেন্দ্র করে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর জন্য লুহানস্কে সামরিক ঘাঁটি তৈরী করে যাতে সামরিক অভিযান জারি রাখতে এখান থেকে সহজেই অস্ত্র সরবরাহ করা যায়।
Sponsored Ads
Display Your Ads Here