নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ির মালবাজারে লিসরিভার চা বাগানে ছয় নম্বর সেকশন এলাকায় গাছের মগডাল থেকে উদ্ধার হলো ১২ ফুটের একটি অজগর সাপ। যা দেখে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, বাগানের চা শ্রমিকরা অজগর সাপটিকে একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখতে পান। এরপর ওই শ্রমিকরা দ্রুত বন দপ্তরের কাছে খবর দেন। কিন্তু বন দপ্তরের কর্মীরা আসতে দেরী করায় স্থানীয় কুইক রেসপন্স টিম ও নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি (ন্যাস)কে খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
তারপর তারাই এসে গাছের ডাল কেটে অজগরটিকে গাছ থেকে নামিয়ে একটি বস্তায় ভরে বন দপ্তরের কর্মীদের সহযোগীতায় স্থানীয় তারঘেরা জঙ্গল ছেড়ে দেয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code