নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অসুস্থ হওয়ার দরুণ উপনির্বাচনের দিন উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু তাতে কি!! অনুব্রত মণ্ডল উপস্থিত না থাকলেও তাঁর দাওয়াই বাতাসা-নকুলদানা ও জল ঠিকই দেওয়া হচ্ছে।
আজ আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া বিধানসভা কেন্দ্রের মণ্ডলপুর গ্রামের ৮২-৮৩ নম্বর বুথ অর্থাৎ অবিনাশ প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের বাইরে বাতাসা-নকুলদানা এবং জল দেওয়া হচ্ছে।

- Sponsored -
প্রসঙ্গত উল্লেখ্য যে, অনুব্রত মণ্ডলকে আসানসোল লোকসভা উপনির্বাচন কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে অনুব্রত মণ্ডল অসুস্থ হওয়ার জেরে হাসপাতালে ভর্তি।
তাই স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে যে, অনুব্রত মণ্ডল না থাকলেও প্রচণ্ড গরমে ভোটারদের মানসিক ও শারীরিক ভাবে সুস্থ রাখার জন্য বাতাসা-নকুলদানা সহ জল দেওয়া হচ্ছে।