নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ এ যেন একেবারে অবিশ্বাস্য। এবার তামিলনাড়ুর তঞ্জবুরে বানরের অত্যাচারে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হলো।
সূত্রের ভিত্তিতে জানা যায়, দুই যমজ শিশু একা ঘরে ছিল। আর ওই সময় শিশুদের মা শৌচাগারে ছিলেন। তার স্বামী কাজে গিয়েছিল। এই সময় ওই বানরের দল ছাদের টালি খুলে শিশুদের উপর হামলা চালায়।
ওই শিশুদের মা শৌচাগার থেকেই শিশুদের চিত্কার শুনতে পেয়ে দ্রুত ঘরে এসে দেখেন শিশুরা ঘরে ছিল না। আশপাশ থেকে প্রতিবেশীরাও ছুটে এসে শিশুদেরকে খুঁজতে থাকেন। এর মধ্যে দেখা যায় একটি বানর একটি শিশুকে কোলে নিয়ে ছাদে বসে আছে।
এরপর বানরটিকে তাড়া করলে বানরটি শিশুটিকে সেখানেই ফেলে পালিয়ে যায়। কিন্তু দ্বিতীয় শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরে স্থানীয়রা ওই দ্বিতীয় শিশুটিকে একটি জলাশয়ে ভাসতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
তারপরেই ওই শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার সহ এলাকাময় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি ওই বানরের দলটিকে নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়।