নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ করোনা, মাঙ্কি পক্সের পর এবার চোখ রাঙাচ্ছে টোমাটো ফ্লু। ওড়িশার ২৬ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। শিশুদের অবস্থা উদ্বেগজনক না হলেও নতুন এই রোগ নিয়ে রাজ্য সরকার অত্যন্ত চিন্তিত।
টোমাটো ফ্লু হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটি একধরনের ভাইরাস ঘটিত বাচ্চাদের রোগ। কস্কাকি ভাইরাসের সংক্রমণে শিশুরা এই রোগে আক্রান্ত হয়। এই রোগটি খুব ছোঁয়াচে। এই রোগে সাধারণভাবে ধূম জ্বর, গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা ও শরীরে পক্সের মতো ফোসকা দেখা দেয়।
ফোসকাগুলো মূলত হাত-পা এবং মুখের চারপাশে দেখা যায়। তাই একে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলা হয়। অনেকেই ছোটবেলায় এই রোগে আক্রান্ত হয়। সাধারণভাবে এই রোগে আক্রান্ত শিশুরা পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সেরে ওঠে।
১) এই রোগে আক্রান্ত হলে বেশী করে ফ্লুইড খাওয়াতে হবে।
২) হালকা গরম জলে স্নান করাই ভালো।
৩) ফোসকা কোনো ভাবেই কাটাছেঁড়া করা যাবে না।
৪) রোগীর পোশাক সহ থালাবাটি ভালোভাবে ধুয়ে জীবাণু মুক্ত করতে হবে যাতে এটি অন্য কারোর শরীরে ছড়িয়ে পড়তে না পারে।
৫) জ্বর না কমলে বা শিশু নেতিয়ে পড়লে, অস্বস্তি বোধ করলে অথবা খাওয়া-দাওয়া বন্ধ করে দিলে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
উল্লেখ্য যে, কেরল সরকার টোমাটো ফ্লুর উপরে নজর রাখতে ২৪ জনের একটি টিম গঠন করেছে। কর্ণাটকেও রাজ্য সরকার কেরল থেকে আগত মানুষজনের উপরে নজর রাখার নির্দেশ দিয়েছে।