ক্যাম্পে এসে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বিজেপির ক্যাম্পে এসে বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের মহিলা কর্মীদের বিরুদ্ধে। কিন্তু সম্পূর্ণ ঘটনা তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে বাঁকুড়ার রায়না বিধান সভার পলাশনের ১৩৫ ও ১৩৬ নম্বর বুথে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত বিজেপি কর্মীকে স্থানীয় রায়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আর এই অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে গেছে। আক্রান্তের নাম রাধা কান্ত মালিক। এদিন দুপুরে পলাশনে বিজেপির লোকজন তাদের ক্যাম্পে বসেছিলেন। তাদের হঠাতেই বিজেপির ক্যাম্পে গিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির।
যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনাটির কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষই উত্তেজিত হয়ে পড়ে। অথচ এখানেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা গেল না।