অনুব্রত মণ্ডলের রোড শো থেকে নির্বাচন কমিশনকে কটাক্ষ
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ শনিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবব্রত সাহার ভোট প্রচারে বেরিয়ে দুবরাজপুর শহরের পাওয়ারহাউস মোড় থেকে সারদা ফুটবল ময়দান পর্যন্ত খোলা জিপে রোড শো করেন।
অনুব্রত মণ্ডল এই রোড শো থেকে এলাকার বাসিন্দাদের দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। ঢাক, ঢোল ও বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য রোড শো হয় দুবরাজপুর শহরে। অনুব্রত মণ্ডল ছাড়াও রোড শোতে দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থী দেবব্রত সাহা, তৃণমূলের দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি পীযূষ পান্ডে, তৃণমূল নেতা মির্জা সৌকত আলী, শেখ নাজিরউদ্দিন সহ আরো অনেকে। এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্র বলে কটাক্ষ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।
প্রার্থীদেরকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “বিজেপি সরকারের কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার জন্যই ঢুকতে দেওয়া হচ্ছে না। আর অন্যদিকে বসে আছে অন্ধ ধৃতরাস্ট্র (নির্বাচন কমিশন)”। তার সাথে সাথে অনুব্রত মণ্ডল এও থেকে দাবী করেছেন পঞ্চম দফায় আজ যে ভোট গ্রহণ চলছে সেই ভোটগ্রহণের ৪৫ টি আসনের মধ্যে ৪০টি পাবে তৃণমূল।