নিউজ ডেস্কঃ সম্প্রতি গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এই আশঙ্কা থেকেই ভারতে তৈরী সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্ক করল হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। হু’র তরফ থেকে নয়া দিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরী ওই সিরাপ যাতে অন্য কোনো দেশ ব্যবহার না করে সেই বার্তাও দেওয়া হয়।
প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরী চারটি সিরাপের কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কিডনি বিকল হয়েছে। হুর সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলির মধ্যে অস্বাভাবিক মাত্রায় এথিলিন গ্লাইকল ও ডাইথিলিন গ্রাইকল।’’
Sponsored Ads
Display Your Ads Here
হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস সাংবাদিক সম্মেলনে জানান, ‘‘এখনো অবধি গাম্বিয়াতে ওই চারটি সিরাপের অস্তিত্ব পাওয়া গিয়েছে। কিন্তু অন্য দেশও ওই সিরাপ ব্যবহার করে থাকতে পারে।’’ ইতিমধ্যেই হু প্রস্তুতকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সাথে যৌথ ভাবে তদন্তও শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here