চয়ন রায়ঃ কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, চাকরীহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবেন। এবার সেই অনুযায়ী আজ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন। চলতি বছর মে মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘‘চাকরীহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কে আমরা ভাতার জন্য জানিয়েছিলাম। একটা স্কিম তৈরী করেছি। সংসার চালানোর জন্য লেবার দপ্তর অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড’ ও ‘সোশ্যাল সিকিউরিটি’ অন্তর্গত এই ভাতা দেওয়া হবে। ১ লা এপ্রিল থেকে মাসে গ্রুপ সি পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কুড়ি হাজার টাকা করে বেতন পাবে।” কেউ কেউ হয়ত বলবে দরকার নেই। এবার টাকাটা দেওয়া শুরু হবে। এটা তার একান্ত স্বাধীনতা। আমার এই ব্যাপারে কিছু বলার নেই। এটা পলিসি করে নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, প্রায় ছাব্বিশ হাজারের চাকরী সুপ্রিম কোর্টে বাতিল হয়েছিল। এর মধ্যে শিক্ষকরা সহ শিক্ষাকর্মীরা ছিলেন। তবে একসাথে এতজনের চাকরী গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়বে। এর জেরে শীর্ষ আদালতে এরই সওয়াল করা হয়। সেই সময় আদালতের তরফে জানানো হয়েছিল, ‘‘গ্রুপ সি ও গ্রুপ ডিতে বেশী দুর্নীতি হয়েছে। সুতরাং শিক্ষকরা কাজে ফিরলেও, শিক্ষাকর্মীরা কাজ চালাতে পারবেন না।।” এরপর থেকে চাকরীহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা রাস্তায় ধর্নায় বসে পড়েন। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Here
Sponsored Ads
Display Your Ads Here