ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আফগানিস্তানে চলা সাম্প্রতিক অস্থিরতা ও অচলাবস্থার জেরে বিশ্ব ব্যাংক অত্যন্ত উদ্বিগ্ন। ফলে বিশ্ব ব্যাংকের তরফে আফগানিস্তানে আর্থিক সাহায্য প্রদান বন্ধ করা হলো।
এর জেরে এবার থেকে আফগানিস্তানে আর বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়া যাবে না। কিন্তু বিশ্ব ব্যাংক সেদেশের মহিলাদের জন্য যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে।
বিশ্ব ব্যাংকের উচ্চপদস্থ কর্তা জানান, “আফগানিস্তান নিয়ে তারা বেশ উদ্বেগে। তবে তার চেয়েও সেদেশের মহিলাদের পরিস্থিতি নিয়ে বেশী চিন্তিত। বিশ্ব ব্যাংকের দেওয়া আর্থিক সহায়তা যাতে কোনোভাবেই মানবতা বিরোধী কোনো কাজে ব্যবহার না করা হয় সেদিকে লক্ষ্য রেখেই আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করা হয়েছে”।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্ব ব্যাংক আফগানিস্তানে ২৪ টি উন্নয়ন মূলক প্রকল্পে অর্থ সহায়তা করছে। সেই সব খাতে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে। ২০০২ সাল থেকে ৫.৩ বিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে। যার মধ্যে বেশীরভাগই অনুদান।
এর আগে আইএমএফ আফগানিস্তানে নিজেদের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়। যার মধ্যে ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করার কথা স্থগিত ঘোষণা করেছেন।