চয়ন রায়ঃ কলকাতাঃ ফেসবুকের মাধ্যমে প্রেম হলেও প্রেমিকাকে ৪০ হাজার টাকার বিনিময়ে সোনাগাছিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল নাবালকের বিরুদ্ধে। এই ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের ঢোলা থানায় অভিযোগ দায়ের হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়। এরপর তদন্তে নেমে জানা গিয়েছে ওই নাবালক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে চম্পট দেয়। তারপর কয়েক দিনের মধ্যেই কলকাতার ধর্মতলা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ওই নাবালিকা জানায়, ‘‘ছেলেটি ওকে হুগলীর আরামবাগের একটি হোটেলে জাইদুল নামে এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল।’’ এরপর ওই নাবালককে গ্রেফতার করে এই ঘটনায় জড়িত মেহরানা খাতুন ওরফে তানিয়া নামে সোনাগাছির এক যৌনকর্মীকেও গ্রেফতার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর আজ দুই জন অভিযুক্তকে কাকদ্বীপ আদালতে হাজির করানো হলে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চান। আদালতের সরকারী আইনজীবী সব্যসাচী দাস বলেন, ‘‘ওই নাবালিকাকে বালিগঞ্জের একটি হোটেলে ও আরামবাগের একটি হোটেলে ধর্ষণ করা হয়েছে। ফলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং পকসো আইনের ধারায় মামলা শুরু করেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here