ব্যুরো নিউজঃ তুরস্কঃ তুরস্কের একটি বিমানসংস্থার খাবারে সাপের মাথা পাওয়া গেছে। আর বিমানসেবিকা সেই খাবার পরিবেশন করতে গিয়ে একেবারে হতভম্ভ হয়ে গেলেন। এরপর নিজেই সেই সাপের মাথার ছবি নেটমাধ্যমে পোস্ট করেছেন।
ওই বিমানসেবিকা জানিয়েছেন, সানএক্সপ্রেস নামক ওই বিমানসংস্থার বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানীর ডুসেলডর্ফ যাচ্ছিল। ওই বিমানসেবিকা সহ অন্যান্য কর্মীরা বিমানের কর্মচারীদের জন্য রাখা বরাদ্দ খাবার খাচ্ছিলেন। সেখানেই হঠাৎ করে তরকারির মধ্যে একটি সাপের কাটা মাথা দেখতে পাওয়া যায়।
Sponsored Ads
Display Your Ads Here
সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টির ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র শোরগোল পরে যায়। সরকারী বিবৃতি দিয়ে বিমানসংস্থাটি জানায়, ‘৩০ বছর ধরে তারা বিমান পরিষেবা দিচ্ছে। তাদের কর্মী ও যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা দিতেও বদ্ধপরিকর। আর যে সংস্থা ওই বিমানে খাদ্য সরবরাহ করে তাদের সাথে সব চুক্তি রদ করা হয়েছে।’
Sponsored Ads
Display Your Ads Here