অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এক বছরের বেশী সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে। প্রায় দেড় বছর ধরে পড়াশোনার ক্ষেত্রে অনলাইন একমাত্র ভরসা হলেও করোনা এসে লেখাপড়াকে একেবারে যেন শেষ করে দিয়েছে। কারণ অনেকেরই অনলাইনে ক্লাস করার সুযোগ-সুবিধা নেই। তাই সমাজের পিছিয়ে পড়া পড়ুয়াদের ক্লাস নিতে এবার কলকাতা ট্রাফিক পুলিশ এগিয়ে এলো।
সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্টরা মাঝেরহাটের মধু বস্তির শিশুদের পড়ানোর উদ্যোগ নিয়েছেন। মাঝেরহাটের মধু বস্তির শিশুদের চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হয়। গত দেড় বছরে ওই শিশুদের পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তাই এবার ট্রাফিক পুলিশরা ওই মহান কাজে এগিয়ে এসেছে। ওসি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শিশুদের পড়াশোনার উদ্যোগ নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জানা যায়, যতোদিন না বিদ্যালয় খুলছে ততোদিন রোজ সন্ধেবেলা দু’ঘণ্টা ধরে ট্রাফিক সার্জেন্টদের এই টিউশন ক্লাস চলবে। কলকাতা পুলিশ সমস্ত ব্যবস্থা করবে। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here