নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ বয়স হয়েছে তাই সংসারে যথারীতি প্রয়োজন ফুরিয়েছে আর এর জন্যই বৃদ্ধের শেষ বয়সে এসে রাস্তায় ঠাঁই পেতে হলো। দুর্গাপুর ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, সত্তরোর্ধ্ব বৃদ্ধ বাবাকে নিজের ছেলে-ময়েকে বাইকে করে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দিয়ে সেখান থেকে চম্পট দেয়। ফরিদপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
বৃদ্ধ জানিয়েছেন, “তার নাম মুক্তি আকুঁড়ে। বাড়ি অণ্ডাল থানার খাস কাজোড়া”। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সকলেই পুলিশের কাছে ওই ছেলে-মেয়ের উপযুক্ত শাস্তির দাবী করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
বয়স হয়ে গেলে গায়ের চামড়া কুচকে গেলে আর খেটে খাওয়ার শক্তি হারালে নিজের সন্তানও মা-বাবাকে বোঝা মনে করে ঠিক তখনই সেই বোঝা ঘাড় থেকে নামাতে চায়। আর দুর্গাপুরের এই করুণ ঘটনা আরো একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সেই সাথে সমাজের কাছে মানবতা নিয়ে আরো একবার প্রশ্নও উঠলো।
Sponsored Ads
Display Your Ads Here