অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল নিউটাউনে এসটিএফের এনকাউন্টারে জয়পাল ভুল্লার ও যশপ্রীত সিং খাড়ার নামে পাঞ্জাবের দু’জন গ্যাংস্টার নিহত হয়।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্র অনুযায়ী জানা গেছে, ২৩ শে মে থেকে জয়পালদএবং যশপ্রীত নিউটাউনের সাপুরজি আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। ফ্ল্যাটের মালিকরা অন্য জায়গায় থাকেন। এজেন্সির মাধ্যমে এই ফ্ল্যাট ভাড়া দেওয়া হওয়ায় খুব সহজেই এই ফ্ল্যাটের সন্ধান পেয়ে যায়। এজেন্সিকে এক মাসের ২০ হাজার টাকা ভাড়া দিয়ে ১১ মাসের চুক্তিতে ১০ হাজার টাকা করে ভাড়ার বিনিময়ে ফ্ল্যাট নেয়। বাংলায় নম্বর প্লেট লেখা একটি গাড়িও ভাড়া নেয়।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রের খবরের ভিত্তিতে এও জানা যায়, তারা খুব বেশী বাইরেও বের হতো না। এছাড়া ফ্ল্যাটের জানলাও বেশীরভাগ সময় বন্ধ থাকতো। পুলিশ তল্লাশী চালিয়ে জানতে পারে সেই ফ্ল্যাটের আবাসনের আলমারীতে পাওয়া পোশাকের প্লাস্টিকের প্যাকেটে উর্দু ভাষায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোনো দোকানের নাম-ঠিকানা লেখা রয়েছে। তাছাড়া দুষ্কৃতীদের কাছ থেকে যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার মধ্যে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রিভলবার ছিল। পাক অস্ত্রপাচারকারীদের কাছ থেকে দুষ্কৃতীদের হাতে এই রিভলবার এসেছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Hereএর থেকেই এই ঘটনার সাথে পাকিস্তানের যোগাযোগের সম্ভাবনা জোড়ালো হচ্ছে। অবশ্য গোয়েন্দারা মনে করছেন, এই প্লাস্টিক অন্য ভাবেও এসে পৌঁছাতে পারে। যদিও মৃতদের পাকিস্তানে যাতায়াত ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।
DGP Punjab Police



