নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ নর্দমার জলে আধার কার্ডের পর এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের রাস্তার ধারে প্রচুর ভোটার কার্ড পরে থাকতে দেখে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গতকাল কালিয়াগঞ্জ শহরের মিস্ত্রি পাড়া এলাকার বাসিন্দারা একটি পুকুরের ধারে দুই শতাধিক ভোটার কার্ড পরে থাকতে দেখে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা দুই শতাধিকের উপর ভোটার কার্ড এক সাথে পরে থাকতে দেখে কালিয়াগঞ্জ থানার পুলিশের কাছে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ইতিমধ্যে পুলিশ তদন্তের কাজ শুরু করে দিয়েছে। তবে জানা যাচ্ছে উদ্ধার হওয়া কার্ডগুলি কালিয়াগঞ্জ ব্লকের নয় নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুর এলাকার বাসিন্দাদের।