নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রের আশ্বাস পেয়ে আন্দোলনরত কুস্তিগিররা আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন। সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সাথে বৈঠকের পরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দিয়েছেন, ‘‘১৫ ই জুনের মধ্যে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করা হবে।
আর ৩০ শে জুনের মধ্যে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। এছাড়া ভারতীয় কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি তৈরী করা হবে। যেখানে একজন মহিলা প্রধান হিসেবে থাকবেন।
এই আশ্বাস পাওয়ার পরে কুস্তিগিররা জানান, ‘‘১৫ ই জুন অবধি তাদের আন্দোলন স্থগিত থাকবে। এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’’
পাশাপাশি দাবী অনুযায়ী কেন্দ্র দিল্লি পুলিশের করা এফআইআর তুলে নিতে রাজি হয়েছে। কিন্তু ১৫ ই জুনের মধ্যে তদন্ত শেষ না হলে আন্দোলন শুরু হবে।’’ তবে কেন্দ্র কুস্তিগিরদের পাঁচ দফার দাবীর মধ্যে ব্রিজভূষণের গ্রেফতারী সংক্রান্ত দাবী মানেনি। কিন্তু যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন।