নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল রাতেরবেলা ১২টা ৪৭ মিনিটে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের টুইটের মাধ্যমে করা আবেদনের ভিত্তিতে আন্দোলনকারী কুস্তিগিরেরা তাঁর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন। বৈঠকে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সাথে কৃষক নেতা রাকেশ টিকায়েতও ছিলেন। এই বৈঠকে পাঁচ দফা দাবী জানানো হয়েছে। দাবীগুলি হলো-
১) কুস্তি সংস্থায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে। ২) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। ৩) ব্রিজভূষণ ও তার পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সাথে জড়িত থাকতে না পারেন। ৪) ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। ৫) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করতে হবে।
দীর্ঘ দিন ধরেই কুস্তিগিরেরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করছেন। এফআইআরও করেছিলেন। কিন্তু দিল্লি পুলিশ প্রথমে জানিয়েছিল যে, “ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।” এদিকে গতকাল দিল্লি পুলিশ তার বাড়িতে হানা দেয়। আর উত্তরপ্রদেশের বাড়িতে বারো জনকে জিজ্ঞাসাবাদ করেন। তবে ব্রিজভূষণ বাড়িতে ছিলেন কিনা জানা যায়নি।
যাদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাদের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র নেওয়া হয়েছে। এছাড়া ব্রিজভূষণের পাশে দাঁড়ানো বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো অবধি মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।