চয়ন রায়ঃ কলকাতাঃ আবারও মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা। গতকালও পার্ক স্ট্রিটের পার্ক লেনের একতলায় কাপড়ের গুদামে আগুন লাগার পর আজ ফের পার্ক স্ট্রিটের এপিজে হাউসের ছ’তলায় একটি সার্ভার রুমে ভয়াবহ আগুন লাগে। সমগ্র এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে দমকলের ১২ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন নেভাতে ল্যাডার ব্যবহার করা হয়েছে। আগুনের তীব্রতায় জানালার বহু কাঁচ ভেঙে পড়ছে। ওই বহুতলে ব্যাংক সহ একাধিক সংস্থার অফিস রয়েছে। একটি ওষুধ কোম্পানীর অফিসে আগুন লাগায় কাচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চালানো হচ্ছে।
দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়ানক আগুন লেগেছে ফলে দাউ দাউ করে সার্ভার রুমটি জ্বলে ওঠে। আবার মেডিকেল স্টোরে উপস্থিত দাহ্য পদার্থের উপস্থিতির জন্য আগুন লাগার কারণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সহ কলতাকা পুলিশের ডিসি সাউথ ঘটনাস্থলে উপস্থিত হন।
আগুন লাগার কারণ জানতে পুলিশ সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করেছে।