নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পঞ্চায়েত ভোটের আগে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর বিধানসভা কেন্দ্রের এক নম্বর ব্লকের গোকুলনগর এলাকায় এক তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এছাড়া ওই তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতেরবেলা স্বপনকুমার করের বাড়িতে চার থেকে পাঁচটি বোমা ছোঁড়া হয়। বিকট শব্দে এলাকা কেঁপে উঠলে এলাকাবাসীরা ছুটে আসেন। এই ঘটনায় ইতিমধ্যেই নন্দীগ্রাম থানার পুলিশের কাছে কয়েক জন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, স্বপনবাবুর বাবা জহরলাল কর জানান, “গত ১০ ই নভেম্বর গোকুলনগরে শহিদ দিবসের মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় ছেলে বিজেপির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। আর তারই প্রতিশোধ নিতে বিজেপির লোকেরা হামলা চালান।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় বিজেপির নন্দীগ্রাম বিধানসভা কমিটির সদস্য বিজন দাস বলেন, “বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কখনো বোমা নিয়ে রাজনীতি করি না। ওদের নিজেদের ঘরেই কোন্দল। ওরাই বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে। তৃণমূল নন্দীগ্রামে সন্ত্রাস চালাচ্ছে। এখানে বিরোধী দলের লোকেদের উপর মিথ্যা হামলা হয়েই চলেছে। এখন বোমাবাজির গল্প তৈরী করে বিজেপিকে কাঠগড়ায় তুলতে চাইছে।”
Sponsored Ads
Display Your Ads Here