নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল সন্ধ্যাবেলা জলপাইগুড়ির কোতোয়ালি থানার কোরক হোমে ১৭ বছর বয়সী এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত কোচবিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরকে নেশা জাতীয় কোনো বস্তু পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। গতকাল মৃতের ভাই এসে দেখা করে যাওয়ার পর ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেও আত্মীয়দের হোমে ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে হোমের গেট বন্ধ করে রাখা হয়।
পরে আত্মীয় সহ এলাকাবাসীরা ধাক্কা দিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এর পাশাপাশি জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। এর সাথে সাথে জাতীয় মানবাধিকার কমিশনের গাইড লাইন মেনে তদন্ত করা হবে।