নিজস্ব সংবাদদাতাঃ করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর এবার দেশে করোনার তৃতীয় ঢেউ যে শুরু তা নিয়ে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, “কিছু কিছু দেশে ভ্যাক্সিনের অভাব ও ভ্যাক্সিন হয়ে যাওয়া দেশগুলিতে করোনার বিধিনিষেধ না মানার গাফিলতিতেই আমরা দুর্ভাগ্যবশত করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গেছি। করোনা ভাইরাস ক্রমশ নিজেকে বদলাচ্ছে আরো সংক্রামক আকার ধারণ করছে”।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডান গেব্রেইয়েসুস জানিয়েছেন, ডেল্টার বিস্তারের পাশাপাশি করোনা বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করার সাথে সাথে মৃত্যু্র হারও বেড়ে চলেছে। সেপ্টেম্বর মাসের মধ্যেই বিশ্বের প্রত্যেকটি দেশকে মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশকে ভ্যাক্সিন দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। আর চলতি বছরের শেষে প্রতিটি দেশের নাগরিকদের অন্তত ৪০ শতাংশ মানুষকে ভ্যাক্সিন প্রদান করতে হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা গত চার সপ্তাহ ধরে নতুন করে বাড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ছ’টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যে বিশ্বের ১১১ টি দেশে প্রভাব ফেলেছে। তাই আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে করোনা ভ্যাক্সিনেশনের হার বাড়ানো একান্ত প্রয়োজন।
Sponsored Ads
Display Your Ads Here