নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকলো ঝাড়খণ্ডের পালামৌ। গতকাল ৬৫ বছরের এক বৃদ্ধকে পালামৌর সিগসিগী স্টেশনের সামনে হাত-পা বাঁধা ও দুই ঠোঁটও মোটা সুতো দিয়ে সেলাই করা অবস্থায় রেল লাইন থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ভোলা রাম।
ভোলারামবাবু উংটারি রোড থানায় অভিযোগ জানান যে, “রাত ১১ টা নাগাদ তিনি শৌচকর্ম করার জন্য বাড়ি থেকে বেরোতেই তাকে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী, প্রথম পক্ষের ছেলে ও আরো কয়েকজন ঘেরাও করে জোর করে ঠোঁট সেলাই করে দেয়। এরপর রাতেরবেলাই তুলে নিয়ে গিয়ে রেল লাইনে হাত-পা বেঁধে ফেলে রেখে আসে।
কিন্তু সৌভাগ্যবশত ভোলারামবাবু বেঁচে যান। পরদিন সকালে তাকে স্থানীয় কয়েকজন রেললাইনের উপর পড়ে থাকতে দেখলে তড়িঘড়ি এলাকার বাসিন্দারা পুলিশের কাছে খবর দেন। তারপর পুলিশ এসে ভোলারামবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ঠোঁটের সেলাই খুলে দেওয়া হয়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত, ভোলারামের প্রথম স্ত্রীর মৃত্যুর পর ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করলে বিয়ের পর থেকেই সমস্যার শুরু হয়। ৬ মাস আগে ভোলারাম এবং তার দ্বিতীয় স্ত্রীর মধ্যে দাম্পত্য বিরোধ গ্রাম পঞ্চায়েতে উঠলে দ্বিতীয় স্ত্রী খুব একটা সুবিধে করতে পারেননি তাই এর প্রতিশোধ নিতেই সম্ভবত এই ঘটনা ঘটানো হয়েছে।