মিঠু রায়ঃ টানা বেশ কয়েকদিন থেকে কলকাতা সহ সমগ্র জেলা জুড়ে সকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রী সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে যা ১২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রী কম থাকবে। সুতরাং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আরো কয়েকদিন এমন শৈত্যপ্রবাহ থাকবে।
আগামী একদিনের মধ্যে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী লাদাখ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে দিল্লি,পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়ে এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে।
Sponsored Ads
Display Your Ads Hereআর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পণ্ডিচেরি ও করাইকালে। এবং ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ ওড়িশা ও তেলাঙ্গানাতে।