বাঁকুড়াঃ শীতকালে সন্ধ্যে হতে না হতেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় চারিদিক। আর রাত যতো বাড়ে কুয়াশাও ততো গাঢ় হতে থাকে। যার ফলে এই সময় প্রায়শই দুর্ঘটনায় ঘটে। আর ঠিক তেমনই গতকাল গভীর রাতে ছাতনা থানা এলাকার ভগবানপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি চার চাকা গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মারুতি ভ্যানটি রাস্তার পাশের খালে পড়ে যায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আর আহত হন প্রায় ৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা এক ভয়ানক শব্দ পেয়ে স্থানীয়রা সেখানে উপস্থিত হয়। ও সেখানে এসে তারা দেখতে পান চার চাকার ওই মারুতি ভ্যানটি দুমড়ে মুছড়ে গিয়েছিল আর চারিদিকে রক্তাক্ত অবস্থা। মৃতরা প্রত্যেকেই বাঁকুড়া সদর থানা এলাকার বেলিয়া গ্রামের বাসিন্দা। গাড়িটি পুরুলিয়ার অযোধ্যা থেকে পিকনিক করে বাঁকুড়ার দিকে আসছিলেন মোট ন’জন। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। স্থানীয়রা মনে করছেন বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে ছাতনা থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান এবং আহতদের চিকিত্সার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে ঘাতক ট্রেলারটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক। কিন্তু পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।