অমিত মহন্তঃ দক্ষিণ দিনাজপুরঃ বাৎসরিক ফিস বাড়িয়ে দেবার কারণে পথ অবরোধ করল কলেজ পড়ুয়ারা। আজ দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট কলেজে সকাল থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপানউতর উত্তেজনা দেখা গিয়েছিলো।
পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের দাবী না মানার কারণে তারা কলেজের সম্মুখে শহরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। মূলত তাদের দাবী যে, কোনো প্রকার নোটিশ ছাড়া বাৎসরিক কলেজ ফিস ১২০০ টাকা থেকে ২১০০ টাকা করা হয়েছে। পাস কোর্সের ক্ষেত্রে ও অনার্সের ক্ষেত্রে আনুমানিক ১৫০০ থেকে ১৬০০ টাকা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereশিক্ষার্থীদের দাবী, “তারা দিনমজুরের সন্তান। হঠাৎ করে এত টাকা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়”। এছাড়া তারা আরো বলে যে, “গৌড়বঙ্গ ইউনিভার্সিটিগুলোতে কোথাও টাকা বৃদ্ধি করা হয়নি কিন্তু এখানে কিভাবে করা হয়েছে?”।
যদিও এই বিষয় কলেজ কাছে জানতে চাইলে কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, “করোনা কালে কলেজ বন্ধ হবার কারণে কলেজের সেমিস্টার ফিস সময় মতো নেওয়া হয়নি। তাই সবকিছু একবারে নেবার কারণে আর কিছু ফাইনের কারণে বেতন সামান্য বর্ধিত হয়েছে”।