স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ প্রতিটি ব্যক্তি ও শিশুদের ভ্যাকসিনেশনের দাবীতে ছাত্র পরিষদের পক্ষ থেকে নদীয়ার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হলো এবং জেলাশাসককে স্মারকলিপি প্রদান করা হলো।
https://www.youtube.com/watch?v=BRhDw3qmA4c
Sponsored Ads
Display Your Ads Hereস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, “আর কিছুদিনের মধ্যেই গোটা দেশ তথা রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। এছাড়া তৃতীয় ঢেউয়ে ছোটোদের সব থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=qJBHJXtTOVo
কিন্তু এখনো অবধি সরকারী তরফ থেকে কোনো ভ্যাক্সিনের এর ব্যবস্থা করা হয়নি। এবার প্রতিটি শিশুকে ভ্যাক্সিন দেওয়ার দাবী তুলে জেলাশাসকের দপ্তরে সামনে নদীয়া জেলার ছাত্র পরিষদ বিক্ষোভ দেখান।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে একাধিক জায়গায় ভ্যাক্সিন নিয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ দেখা গেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা বিক্ষোভ দেখিয়েছে। এবার আবারো ভ্যাক্সিন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্বজনপোষণ এবং প্রতিটি শিশুকে ভ্যাক্সিন দেওয়ার দাবী তুলে বিক্ষোভ দেখানো হলো।
ছাত্র পরিষদের তরফ থেকে দাবী করা হয়েছে যে, “অবিলম্বে রাজ্য সরকারকে প্রতিটি ব্যক্তি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ শিশুদের ভ্যাক্সিন দিতে হবে। এর কারণ আগামী প্রজন্ম যাতে কোনোরকম ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এই বিক্ষোভ করা হয়েছে”।