নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জঃ আচমকাই রানীগঞ্জের ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার অমৃতনগর কোলিয়ারির চার নম্বর কয়লাখনি সংলঘ্ন এলাকায় ধস নামে। এরপরই মাটির নীচ থেকে অনবরত বিষাক্ত কালো ধোঁয়া নির্গত হতে থাকে। চারিদিকে তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে যায়।
ইসিএল কর্তৃপক্ষ বলেছেন, “ওই এলাকায় আগেও ধস নেমেছে। বিপদ এড়াতে ধস কবলিত এলাকায় বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এছাড়া সাইনবোর্ডও দেওয়া রয়েছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, “ফায়ার ফ্লাইটিং প্রজেক্টে কয়লা উত্তোলনের পর সঠিকভাবে খনির নীচে ফাঁকা জায়গা ভরাট না করার জন্য মাঝেমধ্যেই ধস নামে”। দ্রুত তারা ইসিএল কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবী জানাচ্ছেন।
প্রসঙ্গত ১৯৭৩ সালে ইসিএল স্বাধীন ভারতে কয়লা খনি জাতীয়করণের পর ১৯৭৫ সাল থেকে এই অঞ্চলের কয়লা তোলার দায়িত্ব নিয়েছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। সম্প্রতি ওই এলাকায় ধস নামায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
যদিও আজকের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।