নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই দু’দিন হলো মন্ত্রী সভায় নতুন তিন মুখকে নিয়ে এসেছেন। আর এর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটিতে নতুন ঘটনা ঘটে গেলো।
আর এবার রেবতী মোহন দাস বিধানসভার স্পীকার পদ থেকে পদত্যাগ করলেন। অবশ্য ব্যক্তিগত কারণ উল্লেখ করে রেবতী মোহন দাস উপাধক্ষ্য বিশ্ববন্ধু সেনের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছেন। রেবতী মোহন দাসের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।
রেবতী মোহন দাস স্পীকারের পদ ত্যাগ করার খবরে ত্রিপুরার রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। স্পীকার রেবতী মোহন দাসের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। পরবর্তী অধ্যক্ষ হিসেবে বিশ্ববন্ধু সেনের নাম শোনা যাচ্ছে। সেই সাথে খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে।