নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ ছট পুজোর পরেই রাজ্যে সমস্ত সরকারী-বেসরকারী স্কুল-কলেজ খুলে যাচ্ছে। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচীবকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা আগেই বলেছেন, “পুজোর পরে বিদ্যালয় খুলে যাবে। আর অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে”।
বৈঠক চলাকালীনই মুখ্যসচীবকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আগামী ৪ ঠা অক্টোবর কালীপুজো। ৬ ই অক্টোবর ভাইফোঁটা। ১০ ই অক্টোবর ১১ ই অক্টোবর ছট পুজো। ১৩ ই অক্টোবর জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে ১৫ ই অক্টোবর থেকে করতে হবে। স্কুল-কলেজ খোলার ব্যাপারেও ১৫ ই অক্টোবর থেকে করে দাও। তার আগে স্কুল-কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলিও মাথায় রাখতে হবে”।