নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সুতির মহিশাইলের সাহাপাড়া গ্রামের ৫৫ নম্বর বুথ এলাকায় তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন ওই মিছিল থেকে কংগ্রেস নেতা আসাউদ্দিন শেখের বাড়ির ছাদে পটকা বাজি এসে পড়তেই ছাদে থাকা পাটকাঠি দাউ দাউ করে জ্বলে ওঠে। এর জেরে ২ জন শিশু সহ ১ জন মহিলা অল্পের জন্যে প্রাণে রক্ষা পান। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, এখানকার বুথের তৃণমূল সদস্য আলম শেখের নেতৃত্বে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের জয়ে বিজয় মিছিল চলছিল। আর সেই বিজয় মিছিল থেকে আসাউদ্দিনবাবুর বাড়ির দিকে পটকা বাজি ফাটানোর সময় ছাদে থাকা পাটকাঠিতে কোনোভাবে এসে পড়তেই তা দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। তবে আসাউদ্দিনবাবু ও তার পরিবার এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর সুতি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
কিন্তু এই ঘটনার পর থেকে আসাউদ্দিনবাবুর পরিবার আতঙ্কে রয়েছেন। পাশাপাশি বাম কংগ্রেস নেতৃত্ব এই খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সিপিএম নেতা মহম্মদ মফিজুল ইসলাম জানান, “জানি না বিজয় মিছিল করার কোনো অনুমতি ছিল কিনা। আমরা চাই এই ঘটনার পূর্ণ তদন্ত হোক।” কিন্তু এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।